ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ থেকে সর্বোচ্চ ১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে বলেন, তিনি ইউটিউবার নিয়ে ঢুকতে চাওয়ার কারণে পুলিশ তাকে বাধা দেয়। তাকে মারধর করাটা দুঃখজনক। হামলাকারীদের মধ্যে একজন গ্রেফতার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য । এর আগে, ভোটারদের উপস্থিতি কমের বিষয়ে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা জানান, বৃষ্টি কিংবা স্বল্প সময়ের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার উপস্থিতি কম।