ঢাকা-১৭ আসনের নির্বাচন সম্পন্ন করতে পুলিশকে নির্বাচন কমিশনের নির্দেশ

- আপডেট সময় : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। আর ভোটে পুলিশের নিরপেক্ষতার শতভাগ নিশ্চয়তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে নির্বাচন কমিশন ভবনে এক বৈঠকশেষে এসব কথা বলেন তারা।
নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নির্বাচন কমিশন সচিব। বলেন, কূটনৈতিক ও অভিজাত এলাকা বিবেচনায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।
ঢাকা-১৭ আসনে সুষ্ঠু নির্বাচন করতে নিজেদের সক্ষমতা রয়েছে বলে জানান ঢাকা মহনগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।