ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম
- আপডেট সময় : ০১:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটপর্ব বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোট নেয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি রয়েছে কম।
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বড় দুই দল- আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির প্রার্থী মহিবুউল্লাহ বাহার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৮ আসনে ৫ লাখ ৭৭ হাজার ১৯০ জন ভোটার রয়েছেন। খিলক্ষেত, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও হরিরামপুর এলাকার ৭টি থানা আর ১৪টি ওয়ার্ড নিয়ে এই আসনের এলাকা। এ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৬ জন। নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ২১৭টি। ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি।