ঢাকা-৫ ও নওগা-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুননির্বাচনের দাবি
- আপডেট সময় : ০২:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঢাকা-৫ ও নওগা-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুননির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে দলটি। সরকার খালেদা জিয়াকে মুক্তি দিলেও মূলত তিনি গৃহবন্দি বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রোববার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উপ-নির্বাচন ও সম-সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপ-নির্বাচনের ঘোষিত ফলাফলের প্রতিক্রিয়া জানান । নির্বাচন সুষ্ঠু হয়েছে সিইসির এমন দাবির জবাব দেন বিএনপি মহাসচিব ।
খালেদা জিয়া অসুস্থ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকার খালেদা জিয়াকে মুক্তি দিলেও তিনি গৃহবন্দিই রয়েছেন।মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে দলের অবস্থানও তুলে ধরেন বিএনপি মহাসচিব-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভঙ্ককরের ফাঁকি দিয়ে জনগণকে বোকা বানাচ্ছে সরকার- এমন দাবিও করেন বিএনপির এই নেতা।