ঢাবি’র সাইন্স সোসাইটির আয়োজনে দেশীয় গবেষণা ও ক্যারিয়ার উৎসব ২০২২ উৎযাপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
তরুণ শিক্ষাথীদের বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটির সাইন্স সোসাইটির আয়োজনে দেশীয় গবেষণা ও ক্যারিয়ার উৎসব ২০২২ উৎযাপন করা হয়েছে।
সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিজ্ঞান ও জাদুঘরের কিউরেটর সুকল্যান বাশার বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। গবেষণায় সারাদেশের বিভিন্ন উদ্ভাবন তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। এছাড়া, যে কোনো বিষয়ে গবেষণা করে তা কাজে লাগানো জরুরি বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। উৎসবে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, রেড গ্রীন রিসার্চ সেন্টারসহ বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হয়। তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণার সাথে পরিচয় করিয়ে দিতে ২০১৮ সাল থেকে এ উৎসব আয়োজন করছে ডিইউএসএস।