ঢাবি কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ কর্মসুচি স্থগিত সাত কলেজের স্নাতক শিক্ষার্থীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
হঠাৎ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থীরা। পরে, ঢাবি কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসুচি স্থগিত করে তারা।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা এক ঘণ্টা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তারা জানায়, কেন্দ্রে উপস্থিত হওয়ার পর জানা যায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে বন্ধ থাকে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, হঠাৎ স্থগিত করা হয়েছে। সাত কলেজের স্নাতক শিক্ষার্থীরা ইডেন কলেজে পরীক্ষা দিতে যান। স্থগিতের খবর শুনে তারা রাস্তা অবরোধ করে।