ঢাবি টিএসসি ভবনকে আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে গড়ে তোলার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র, টিএসসি ভবনকে আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়াস পরে গণমাধ্যমগুলোকে জানান, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে, টিএসসির স্থাপত্য নকশার বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখেন। তিনি এই ভবন নির্মানের প্রকল্পটির বিষয়ে বিভিন্ন তথ্য জানার পর দ্রুত সময়ের মধ্যে তা নির্মানের নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী ডঃ দিপু মনি, রাষ্ট্রদূত-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পিএমও সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, শিক্ষা সচিব এমডি মোহাম্মদ মাহবুব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আখতারুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।