তত্ত্বাবধায়ক ছাড়াই নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহবান ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৮৫৩ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে,বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সর্বোচ্চ আদালত অবৈধ বলে রায় দেয়ায় তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে ফেরার কোনো সূযোগ নেই। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি ওবায়দুল কাদের।
আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।
আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয় উল্লেখ করে বিএনপিকে মোকবিলায় রাজপথে নিজেদের সতর্ক অবস্থানের কথাও জানান ওবায়দুল কাদের।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা শিশুর প্রতিনিধিদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে বিএনপির তত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন আইনমন্ত্রী আনিসুল হক।
গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ‘আলোচনা সভা ও অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি’ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনা হাল না ধরলে দেশে সেনাশাসন চলতে থাকতো।