তত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভংকরের ফাঁকি : স্থানীয় সরকার মন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৮৭৪ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভংকরের ফাঁকি। এর ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে সব খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিক ভাবে এটি বাতিল করা হয়েছে। তত্বাবধায়ক সরকারের দাবি সারা পৃথিবীতে কেউ আর সম্মতি দেয়না।
কুমিল্লা নগরীর টাউনহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে শিকার করতে চায়। দেশ রক্ষার জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ। তিনি নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সব আসনে আওয়ামী লীগেক বিজয়ী করার আহবান জানান। কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ, পুলিশ সুপার আবদুল মান্নানসহ অনেকে।