তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মানহানিকর মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দুপুরে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেনলে লিখিত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হারুন অর রশিদসহ অন্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন ফেসবুক লাইভে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। এ ঘটনায় বুধবার এক যুবলীগ নেতা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।