তফসিল ঘোষণার পর সংলাপের আর কোনো সুযোগ নেই : কাদের
- আপডেট সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ২০০৭ বার পড়া হয়েছে
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লুর একটি চিঠি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সংলাপ বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার পর সংলাপের আর কোনো সুযোগ নেই। আর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই যুক্তরাষ্ট্র। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে কাজ করবে তার দেশ। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, কোনো পূর্বশর্ত ছাড়া সংলাপের সুযোগ খুঁজতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে রাজনৈতিক সহিংস বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন পিটার হাস। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া চিঠির বিষয়ে দলীয় সভাপতিসহ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। বিএনপিসহ বিরোধীদলের সাথে সংলাপ ইস্যুতে কথা বলেন তিনি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকবে কিনা, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।