তরমুজ চাষে সাফল্য পেলেও সার সংকট ও দাম বৃদ্ধিতে বিপাকে খুলনার কৃষক
- আপডেট সময় : ০৪:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
খুলনা উপকূলীয় লবণাক্ত অঞ্চলে সময়ের পরিবর্তনে এখন তরমুজ চাষে সফলতা পেয়েছে কৃষকরা।তাই তরমুজ চাষ নিয়ে কৃষকদের বেড়েছে ব্যস্ততা। তবে সার সংকট ও দাম বৃদ্ধির কারণে বিপাকে তরমুজ চাষিরা। বরাদ্দ কম থাকার কারণে কৃষক পর্যায়ে সারের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে জানালেন,বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন।
খুলনা অঞ্চলে লবণাক্ত জমিতে এক সময় শুধু আমন ধান চাষ করা হতো। জেলায় গেল বছর ৭ হাজার ২শ’ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছিল। এ বছর কৃষকরা ১৫ থেকে ২০ হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। তাই নারী পুরুষ মিলে দিন ভর তরমুজ খেতে পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে চাষীরা। অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষে জমিতে সারের ব্যবহার বেশি হয় । আর সার সংকট ও দাম বৃদ্ধির কারণে বিপাকে তরমুজ চাষিরা।
সার সংগ্রহের কারণে দাম বৃদ্ধির তারতম্য হয় বলে জানায়- বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন।
সার আমদানি কম হওয়ায়, মাঠ পর্যায়ে এ প্রভাব পড়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
গেল বছরের তুলনায় এ বছর তরমুজ বিক্রি সম্ভাবনা বেশী বলে কথা জানান কৃষি বিভাগ।