তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহকে হত্যা করার ঘটনায় তার ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহকে তার নিউইয়র্কের অ্যাপার্টমেন্টের ভেতরে হত্যা করে লাশ টুকরো টুকরো করার ঘটনায় তার ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত- এমন দুজন পুলিশ কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, গ্রেপ্তার টাইরিস ডেভন হসপিলের বিরুদ্ধে আদালতে সেকেণ্ড ডিগ্রি মার্ডারের অনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, ২১ বছর বয়সী হসপিল ফাহিমের কাছ থেকে মোটা অংকের ডলার চুরি করেছিলেন। বিষয়টি ফাহিম জেনে যাওয়ায় তাকে হত্যা করেন তার ব্যক্তিগত সহকারী। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ম্যানহাটানের লোয়্যার ইস্ট সাইডে ৩৩ বছর বয়সী ফাহিমের অ্যাপার্টমেন্ট থেকে তার খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। বাংলাদেশের পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম ২০১৮ সালের জানুয়ারিতে নাইজেরিয়ায় লাগোসে যৌথ উদ্যোগে অ্যাপভিত্তিক মোটরবাইক রাইড সার্ভিস ‘গোকাডা’ চালু করেন।