‘তাওহীদুল উলূহিয়্যাহ’ নামে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান, ছিলো বড় হামলার পরিকল্পনা
- আপডেট সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১৪ বার পড়া হয়েছে
দেশে তাওহীদুল উলূ হিয়্যাহ, আল-জিহাদী, নামে নতুন আরও একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২-৩ মাস ধরে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ২০২৪ সালে দেশে বড় হামলার পরিকল্পনা ছিলো সংগঠনটির। জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা মো. জুয়েল মোল্লাসহ তিন জনকে গ্রেপ্তারের পর রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘আল-জিহাদীর শীর্ষ নেতা জুয়েল মোল্লাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট।
রাজধানীতে বারিধারায় মূল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ডিআইজি জানান,এই সংগঠনের সদস্যরা সশস্ত্র উগ্রবাদী মতবাদ প্রচারণায় নেমেছিলো। সবাই নানামুখী সন্ত্রাসী হামলার ছক এঁকে দেশবিরোধী কার্যক্রমে জড়িত ছিলো বলে জানানো হয়।
জঙ্গি সংগঠনটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার উপর ক্ষুব্ধ হয়ে ২০২৪ সাথে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিলো বলেও জানায় আলীম মাহমুদ। সংগঠনটির বাকী ৭৭ জনকে গ্রেফতার অভিযোগ চলছে বলে জানায় এটিইউ।