তাকওয়া অর্জনের চেষ্টায় সম্পন্ন প্রথম দিনের রোজা
- আপডেট সময় : ০৭:২০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের চেষ্টায় ইফতারের মধ্য দিয়ে প্রথম দিনের রোজা সম্পন্ন করলো দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। দু’বছর পর করোনার বিধিনিষেধ না থাকায় রোজাকে কেন্দ্র করে স্বত:স্ফুর্ততা ফিরে এসেছে। গতরাতে তারাবীহ ও সেহরির মাধ্যমে সংযম সাধনা শুরু করে মুসল্লিরা। পবিত্র এ মাসে ইবাদতকারীদের জন্য আল্লাহর তরফ থেকে উত্তম পুরস্কার রয়েছে বলে আবারো স্মরণ করিয়ে দেন ইসলামী চিন্তাবিদরা।
দিনভর সংযম সাধনার পর ইফতারের মধ্য দিয়ে সম্পন্ন হলো প্রথম দিনের রোজার আনুষ্ঠানিকতা।
শনিবার বাদ এশা দেশের প্রায় সব মসজিদেই হয় তারাবির নামাজ। বরকতময় এ মাসে রহমত, মাগফেরাত আর নাজাতের কামনা মুসল্লিদের কন্ঠে।
প্রতিবছরের মতো বাসা বাড়িতেও ছিল সেহরির আয়োজন। পরিবার-পরিজনের সাথে সেহরি খেয়ে প্রথম রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা।
ইসলামী চিন্তবিদরা জানান, বান্দাদের জন্য পবিত্র এ মাসে পূর্নাঙ্গ জীবন বিধান হিসবে কোরাআন নাযিল করেন আল্লাহ। তাই এ মাসে ইবাদতকারিদের জন্য রয়েছে উত্তম পুরস্কার।
করোনার মতো মরণঘাতী দুর্যোগ থেকে রক্ষা পেতে পবিত্র রমজান মাস ইবাদতের বিরাট সুযোগ নিয়ে এসেছে বলে জানান, ইসলামী চিন্তবিদরা।