তাপদাহে লিচুর ফলন বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ নড়াইলের লিচু চাষিরা
- আপডেট সময় : ১০:০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / ১৭১৩ বার পড়া হয়েছে
প্রচন্ড তাপদাহে লিচুর ফলনে বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ নড়াইলের লিচু চাষিরা। একইসঙ্গে–আম, কাঠালসহ অন্যান্য মৌসুমী ফসলের ৪০ভাগ ফলন বিপর্যয়ে আরো বিপাকে পড়েছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি, খরতাপে ২০ভাগ ফলন বিপর্যয় ঘটেছে।
দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে নড়াইলেও অনেক আগের থেকেই বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয়েছে। জেলার উৎপাদিত লিচু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হয়ে থাকে। কিন্তু প্রচন্ড তাপদাহের কারনে এবছর ফলন কম হয়েছে। লিচুর আকারও অনেক ছোট হয়েছে। যার কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে চাষীরা। এদিকে আগের থেকে বাগান লীজ নিয়ে পরিচর্যা করে এখন খরচের টাকা উঠছে না লিচু ব্যবসায়ীদের। নড়াইল শহর সংলগ্ন পঙ্কবিলা গ্রামের সোনা খাঁর লিচু বাগানটি প্রায় শতবছর আগে গড়ে উঠেছে। এই বাগানের লিচু দেশের বিভিন্ন এলাকায় কদর রয়েছে। তাপদাহের কারনে প্রায় অর্ধেক ফলন কম হয়েছে বলে জানায় চাষী।
দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে গাছে ফল আসলেই বাগান কিনে থাকেন। মৌসুম জুড়ে বাগানের পরিচর্যা করে পাঁকা ধরলে লিচু সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। কিন্তু ফলন বিপর্যয়ের কারনে এসব ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রচন্ড খরতাপে লিচুসহ অন্যান্য মৌসুমী ফলের ২০ ভাগ ফলন বিপর্যয় ঘটেছে বলে জানায় কৃষি বিভাগ। জেলায় ৫৫ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ক্ষতিগ্রস্থ চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সহযোগিতার হাত বাড়াবেন এমনটাই প্রত্যাশা চাষীদের।