তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক
- আপডেট সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। সমালোচনা আর সাম্প্রতিক বাজে ফর্মের কারণে বাধ্য হলেন বিদায় বলতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন নিজের এই সিদ্ধান্ত। তবে, বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টেস্টে খেলবেন মুশফিক।চালিয়ে যাবেন ঘরোয়া লিগের টি-টুয়েন্টিও।
নির্ভরতার প্রতীক থেকে দলের বোঝা হতে চাননি। আকাশ-বাতাসে শুনতে পেয়েছেন বিদায়ের ধ্বণি। তাই আর দেরি করেননি, হতাশার এশিয়া কাপ শেষে ব্যর্থতার দায় মাথায় নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বললেন গুড বাই।
ছোট ফরম্যাটে শেষ হলো ১৬ বছরের দীর্ঘ যাত্রা। মুশফিক ছিলেন বাংলাদেশের টি-টুয়েন্টি যাত্রার শুরুর সারথী। বিদায় বেলায় বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। দীর্ঘ পোস্টে ছিলো না ক্ষোভ, শুধু আবেগের বহি:প্রকাশ।
ক্যারিয়ারের ১০২ ম্যাচ খেলে করেছেন ১৫০০ রান। ১১৫ স্ট্রাইক রেট গড়পরতা হলেও, মাত্র ১৯ গড় মুশফিকের পাশে বড্ড বেমানান।
সম্প্রতি এই ফরম্যাটে প্রশ্নবিদ্ধ মুশফিক। আরও নির্দিস্ট করে বললে এশিয়া কাপে মুশফিকের ব্যর্থতা। ক্যাচ মিস, ক্যাচ নিয়ে রিভিউ না নেয়া সবই ছিলো মুশির কালো অধ্যায়। পেছনে তাকালেও দেখা যাবে মুশফিকের দু:সহ স্মৃতি।
ব্যাটিংটাও যাচ্ছে তাই। শেষ ১০ ম্যাচে করেছেন ১৪৯ রান। ফিফটি একটি। দুই অঙ্কের দেখা পেয়েছেন মাত্র দুই ম্যাচ।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বললেও, বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টেস্টে মনোনিবেশ করবেন মুশফিক। চালিয়ে যাবেন ঘরোয়া লিগের