তারুন্যের পদচারণায় মুখরিত বসন্ত আর ভালোবাসা দিবস
- আপডেট সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঋতুরাজকে বরণের পাশাপাশি ভালোবাসা দিবস উদযাপনে আজ সারাদেশ ছিলো তরুণদের পদচারণা। পর্যটকদের পদচারণায় মুখরিত সাগর কন্যা কুয়াকাটা। মহানগর ও জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এতোদিন ১৩ ফেব্রুয়ারি বসন্ত উদযাপিত হতো। আর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারী। ২০২০ থেকে পাল্টে গেছে নিয়ম। এখন ভালোবাসা দিবস আর বসন্ত দুটোই পালিত হয় ১৪ ফেব্রুয়ারিতে।
গাছে গাছে ফুল আর আমের মুকুলের আগমন দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতিতে এসেছে বসন্ত। ঋতুরাজ বসন্তের প্রথম দিনটির সঙ্গে ভালোবাসা মিলেমিশে একাকার। ফুলে রাঙা বাসন্তী মোহ আজ যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। রাজধানীর মতো দেশের মহানগর ও জেলায় জেলায় চলছে বসন্ত আর ভালোবাসা বরণের উদযাপন।
সাগরের টানে কক্সবাজারের পাশাপাশি সাগর কন্যা কুয়াকাটায় ভীড় করেছেন পর্যটকরা। হাজারো পর্যটকের পদচারনায় মুখর এখন সমুদ্র সৈকতটি। প্রকৃতির নৈসর্গিক ছোঁয়া পেতে সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সাগরের বুকে জেগে ওঠা নতুন চর, সবুজ বনানীর আপার ছোয়া আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরণ বিমোহিত পর্যটকরা।
করোনা মহামারিকে উপেক্ষা করেই চট্টগ্রামে ঋতুরাজকে বরণে ব্যস্ত দিন কাটিয়েছে নগরবাসী। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এলাকায় এলাকায় উৎসবে মাতে তারা।
করোনার কারণে ফাল্গুনের প্রথমদিনে বাসন্তী উৎসব হয়নি বরিশাল সরকারি মহিলা কলেজে। আয়োজন হয়নি কোন মঞ্চানুষ্ঠানের। তবে উৎসাহী কয়েকজন শিক্ষার্থী ঠিকই ছিলেন ক্যাম্পাসে।
দিনাজপুরে বসন্তবরণ মেলার সমাপনীতে সব বয়সী মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। শুধু কেনাবেচা নয়, মেলাটা ছিল শিক্ষণীয় এমনটাই দাবি আয়োজকদের।
ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হচ্ছে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস। দিবস উপলক্ষে সকালে শহরে বেসরকারী স্কুলে আয়োজন করা হয় পিঠা উৎসব। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলছেন উদ্যোক্তারা।
নড়াইলে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী বিশ্ব ভালবাসা দিবস পালন করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। সকালে সেবামুলক একটি সংগঠনের ব্যানারে রেলী, কেককাটা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরেক রকমের ফুল দিয়ে নিজেকে সাজিয়ে ও রঙিন পোশাক পরে টাঙ্গাইলের সকল বয়সের নারী-পুরুষ বরণ করেছেন ঋতুরাজ বসন্তকে। একই সাথে পালন করেছেন বিশ্ব ভালোবাসা দিবস। দিবস দুটি উপলক্ষে জেলার সকল ফুলের দোকান, পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে কিশোর-কিশোরী ও তরুন-তরুনীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।