তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি : বিএনপি আইনজীবীর আবেদন খারিজ
- আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রশ্নে রুল শুনানিতে বিএনপি’র পক্ষভুক্ত হওয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিকেলে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরে তারেক রহমানের আইনজীবী বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলায় তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে আওয়ামী লীগের স্বার্থে রিট করা হয়েছে। রিটকারীর আইনজীবী বলেন, ওকালতনামা ছাড়া পক্ষভুক্ত হওয়ার সুযোগ না থাকায় তা নাকচ করে দিয়েছে আদালত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে রুলের শুনানী হয় বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে ।
শুনানী শেষে বিএনপি’র আইনজীবীর পক্ষভুক্ত হওয়ার আবেদন খারিজ করে আদেশ দেন আদালত।
পরে বিটিআরসি’র আইনজীবী জানান, অশালীন ও রাষ্ট্রবিরোধী বক্তব্যের বিষয়ে আদালতের নির্দেশ থাকলে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তা অপসারণে সহজ হয়।
বিএনপি’র আইনজীবী বলেন, তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে করা রিট জনস্বার্থে নয়, আওয়ামী লীগের স্বার্থেই করা হয়েছে। আর রিটকারী আইনজীবও পাল্টা প্রতিক্রিয়া জানান।
এ রিটের বিষয়ে আগামী সপ্তাহে শুনানী হওয়ার সম্ভবনা রয়েছে বলেও জানান রিটকারীপক্ষের আইনজীবী।
২০১৫ সালে দেশের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের বক্তব্যে গণমাধ্যমে প্রচার বন্ধে রিট করেন এক আইনজীবী।