তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে
- আপডেট সময় : ১০:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি না থাকলেও দু’দেশ সম্মত হলে ফিরিয়ে আনা সম্ভব। দুপুরে মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে ট্রেন শুধু ভারতে নয়, নেপাল-ভুটানেও যাবে বলে জানান ড. হাছান মাহমুদ।
মন্ত্রনালয়ে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দলেই গণতন্ত্রের চর্চা নেই। আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। তবে চীনও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিস্তা ভারত-বাংলাদেশের যৌথ নদী। তবে প্রয়োজন অনুযায়ী ভারত বাংলাদেশকে সহায়তা করলে সেটি ভালো হবে বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।