দায়িত্বগ্রহণের পরপরই করোনা মহামারী নিয়ন্ত্রণে কোনো সময় অপচয় করবে না তার সরকার : জো বাইডেন

- আপডেট সময় : ০১:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা জো বাইডেন বলেছেন, তার দল যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। দায়িত্বগ্রহণের পরপরই করোনা মহামারী নিয়ন্ত্রণে কোনো সময় অপচয় করবে না তার সরকার।
ডেলওয়্যারে তার নিজ শহর ওয়েলমিংটন থেকে শুক্রবার এক ভাষণে তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা প্রথম দিন থেকে কার্যকর করতে যাচ্ছি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে বাইডেন নিজের আত্মবিশ্বাসের কথা বলেন। ভোট গণনায় দেরি হলেও নিজেকে বিজয়ী ঘোষণা থেকে সামান্য দূরে আছেন এই ডেমোক্র্যাট প্রার্থী। একটি জাতি হিসেবে নিরাময়ের জন্য যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলে প্রতিশ্রুতি দেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। প্রায় ৪ মিনিটের বক্তব্যে এই ডেমোক্র্যাট নেতা বলেন, সংখ্যাগরিষ্ঠতার সব দিক থেকেই আমরা এগিয়ে। ইতিমধ্যে ৭৪ মিলিয়নের বেশি ভোট পেয়েছি, যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা।