তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পি’টিয়ে হ’ত্যা
- আপডেট সময় : ০৩:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাদের সরদার নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, গতকাল সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর গ্রামে তার চাচা খোদাবক্স সরদারের সাথে জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে খোদাবক্স সরদারের জামাই ইমরান হোসেন লাঠি দিয়ে আব্দুল কাদেরের মাথায় আঘাত করে। আশংকাজনক অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেধে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ, স্ত্রী সাপিয়া বেগমকে আটক করেছে পুলিশ।ভোরে দিকে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপনে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর ৪ কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেয়ার অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এসবের জেরে ঘুমের ঔষধ খাইয়ে হাত পা বেধে রাত দেড়টার দিকে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে ৯৯৯ নাইনে কল দিয়ে পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে।