নেদারল্যান্ডসকে হারিয়ে তালিকার শীর্ষে নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০১:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
প্রথম ম্যাচে তারা হারিয়েছিল শক্তিশালী ইংল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারালো নিউজিল্যান্ড।
ক্রিকেট যে এগারো জনের খেলা, সেখানে ব্যক্তির থেকে যে দলের শক্তি বড়, তা আরেকবার বোঝালো নিউজিল্যান্ড। সোমবার তারা নেদারল্যান্ডসকে হারিয়ে পরপর দ্বিতীয় জয় তুলে নিল। এই ম্যাচে নিউজিল্যান্ডের দলগত শক্তির জোর দেখা গেল।
প্রথম ব্যাট করে ৩২২ রান তুলেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন কনওয়ে। সোমবার করলেন ৩২। রাচিন রবীন্দ্র ইংল্যান্ডের বিরুদ্ধে সফল হওয়ার পর তাকে নিয়ে প্রবল আলোচনা হচ্ছে। তিনি এদিনও অর্ধশতরান করেছেন। উইল ইয়ং করেন ৭০ রান।
স্যান্টনার ১৭ বলে ৩৬ রান করেন। তিনি এই ইনিংস না খেললে নিউজিল্যান্ডের স্কোর তিনশ পার হতো কিনা সন্দেহ। এই স্যান্টনারই স্পিন দিয়ে নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপাকে ফেলেন। ১০ ওভারে পাঁচ উইকেট তুলে নেন তিনি।নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ২২৩ রানে। সবচেয়ে বেশি রান করেন অ্যকারম্যান, ৬৯। দুই ম্যাচে দুইটি জয় নিয়ে এবং এক দশমিক ৯৫৮ রান রেট নিয়ে নিউজিল্যান্ড এখন তালিকায় সবার উপরে আছে।