তাসখন্দ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
একটি গুদামঘরে বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তাসখন্দ বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণ হয়। তবে এখনো পর্যন্ত হতাহতে কোনো খবর পাওয়া যায়নি। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী বহু মানুষ আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
বিমানবন্দরের কাছে রাতের আকাশে আচমকাই ধোঁয়া উড়তে দেখা যায়। সঙ্গে আগুন। দ্রুত ঘটনাস্থলে দমকলকর্মী এবং উদ্ধারকারী দল পৌঁছায়। একটি গুদামঘরে আগুন লেগেছে বলে জানানো হয়েছে। কিন্তু কীভাবে বিস্ফোরণ হলো, তা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে, ওই ভবনের উপর বাজ পড়ে। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। তবে এই খবর সত্য কি না, তা এখনো জানা যায়নি।
উজবেকিস্তান সরকারের তরফে এখনো এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে ভিতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হবে, তারপর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে।
ডয়চে ভেলে