তিউনিসিয়ায় একটি নৌকা সাগরে ডুবে যাওয়ায় এখনো ৫০ জনের বেশি নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
লিবিয়া থেকে ইউরোপে যাবার পথে তিউনিসিয়ার এসফ্যাক্স উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা সাগরে ডুবে যাওয়ায় এখনো ৫০জনের বেশি নিখোঁজ রয়েছেন।
নৌকা ডুবে যাবার পর সাগর থেকে যে ৩৩জনকে উদ্ধার করা হয়েছে তাদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম। তিউনিসিয়ার বার্তা সংস্থা টিএপি জানিয়েছে, সোমবার তিউনিসিয়ার নৌবাহিনী এপর্যন্ত ১১৩ জনকে উদ্ধার করেছে। এরা সবাই বাংলাদেশ, মরক্কো এবং সাব-সাহারা আফ্রিকার অধিবাসী। এদিকে তিউনিসিয়ার রেডক্রিসেন্ট জানায় লিবিয়া থেকে রওনা হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেবার সময় অন্তত ৫৭জন অভিবাসন প্রত্যাশী ডুবে গেছে। অবৈধভাবে যারা ইউরোপে ঢুকতে চায়, তাদের জন্য সুবিধাজনক দেশ হচ্ছে লিবিয়া।