তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার ৪৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার ৪৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাতে জানা গেছে, ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এই বিপত্তি। অভিবাসীরা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে রওয়ানা হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছাতে চেয়েছিলেন। পথে মৃত্যু হয়েছে তাঁদের। এ ঘটনায় ৮৪ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। রেড ক্রিসেন্ট জানায়, সোমবার রাতে যাত্রা করার পর সাগরমাঝে ইঞ্জিন বিকল হয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়ার নাগরিকেরা ছিলেন। দেশটির জারজিস মৎস্যবন্দরের কাছাকাছি থেকে প্রাণে বেঁচে যাওয়া অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। এদের বয়স তিন থেকে ৪০ বছরের মধ্যে।