তিনটি শর্তে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের অনুমতি
- আপডেট সময় : ০২:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর তিনটি শর্তে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত জানায়নি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, সম্প্রতি বেনাপোল দিয়ে তিন শর্তে ভারত-বাংলাদেশের মাঝে যাত্রী যাতায়াতে নির্দেশনা দেয়া হয়েছে। একই ধরনের নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকেও দেয়া হয়েছে। গেলরাতে এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পেয়েছে। তিনি বলেন, ভারতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট, চলতি বছরের ১ জুলাই ইস্যুকৃত ভিসা, একইসঙ্গে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও পাসপোর্ট এবং যাত্রীর করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকতে হবে। সব কিছু থাকার পর ভারতে প্রবেশ করতে পারবে। একইভাবে ভারত থেকে দেশে আসতে পারবে।করোনার কারণে গেল ১৩ মার্চ থেকে সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারত।