তিনদিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

- আপডেট সময় : ১২:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯১৬ বার পড়া হয়েছে
তিনদিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে এটি তার দ্বিতীয় সফর।
বিকেল সাড়ে ৩টায় ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বিকেল চারটা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয়া হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল চারটায় রাষ্ট্রপতি সাঁথিয়া উপজেলায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখবেন। শুক্রবার বেলা এগারটার দিকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।