তিনদিন পর চট্টগ্রামের ষোলশহরে নালায় ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ষোলশহর এলাকায় নালায় ডুবে যাওয়া দশ বছরের শিশু কামালের মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে। মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে উদ্ধার করা হয় তাকে। দুপুরে মরদেহ শনাক্ত করেন তার বাবা আলী কায়সার। গত সাড়ে পাঁচ মাসে কামালসহ চট্টগ্রাম নগরীর নালায় পড়ে মারা গেছেন পাঁচজন।
দুপুরে কামালের মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। সোমবার বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকায় খেলছিল সে। এ সময় নালার পানিতে একটি খেলনা ভাসতে দেখে কামাল। সেটি তুলতে বন্ধু রাকিবসহ নালায় নামলে স্রোতে ভেসে যায় তারা। একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে রাকিব পাড়ে উঠতে পারলেও, তলিয়ে যায় কামাল। ভয়ে প্রথমে এ নিয়ে কাউকে কিছু বলেনি রাকিব। পরে কামালকে খোঁজাখুঁজি শুরু হলে এ তথ্য বেরিয়ে আসে। কামালের বাবা কাউসার, টহল পুলিশকে জানালেও তারা গুরুত্ব দেয়নি। ঘটনা জানাজানি হলে পরদিন স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। মঙ্গলবার বিকেল থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।