তিনদিন ব্যাপী ডেফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২১ এর আসর শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
তিনদিন ব্যাপী ডেফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২১ এর আসর শুরু হয়েছে।
সকালে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ কোর্সে সেনা প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় ৬০০ প্রতিযোগী অংশগ্রহন করছেন। এর মধ্যে বিদেশী গলফার আছেন ১৫ জন। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দেশসমুহ হলো দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ভারত, পাকিস্তান, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়ামেজর জেনারেল মোঃ জহিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।