তিন’শ ২১ দিনে পদ্মা সেতু থেকে ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
উদ্বোধনের পর পদ্মা সেতু থেকে ৩২১ দিনে ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় হয়েছে।
সকালে সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য জানান। বলেন, ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়। শিগগিরই পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু হবে, যা ভিন্নমাত্রা যোগ করবে আধুনিক যোগাযোগ ব্যবস্থায়। ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। ২৬ জুন থেকে গতকাল ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয় ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫’শ টাকা।