তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় করা মামলায় রকিবুল্লাহকে দুই দিনের রিমান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঢাকার পল্লবী থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় করা মামলায় রকিবুল্লাহকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। গ্রেফতার অন্য তিন আসামীর বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন।
এর আগে নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন- আইনজীবী কাজী রওশন দিল আফরোজ মামলা করেন। পরিবারের কাউকে কিছু না বলে গত বৃহস্পতিবার সকালে নিজ নিজ বাসা থেকে একযোগে বের হয় কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। বের হওয়ার সময় তারা সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল ফোন নিয়ে যায়। পরিবারের দাবি— বিদেশে নেয়ার প্রলোভনে তাদেরকে নারী পাচারকারী চক্র নিয়ে গেছে।