তিন বছর পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন

- আপডেট সময় : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন বছর পর অবেশেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আভাস দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সম্ভাব্য তারিখ ঘোষণার পরই পদ পেতে ঢাকামুখী অনেকে। কেউ কেউ আবার আঁকড়ে থাকতে চান পুরনো পদে। এ নিয়ে সবখানেই চলছে নানা গুঞ্জন। তবে কেন্দ্র হতে সাফ জানিয়ে দেয়া হয়েছে, কোনো নেতার লোক নয়, সম্মেলনে নেতা বাছাই হবে নিজ নিজ ভাবমূর্তি বিবেচনায়।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ আগামী পহেলা মার্চ। নগরীতে রাজনীতির মাঠে ঘুরেফিরে একই আলোচনা-কারা আসছেন নতুন কমিটির শীর্ষ পদে। আর এই পদ পেতে এরইমধ্যে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে ধরণা দিচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার পদ দখলে রাখতেও হাইকমান্ডের কাছে নিজের ইমেজ ফেরানোর চেষ্টায় মরিয়া।
এবার তদবির করে পদ আঁকড়ে থাকা যাবে না, মূল্যায়ন করা হবে অতীতের রেকর্ড দেখে- দলের সভানেত্রীর এমন কড়া বার্তা তৃণমূলে পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।আর রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতির ঘোষণা, স্বার্থ নিয়ে দলে যারা অনুপ্রবেশ করেছেন, তাদের কোনো ঠাঁই হবে না। তবে ত্যাগী নেতাদের উপেক্ষিত থাকা নিয়ে সাধারণ সম্পাদকের অভিযোগ থাকলেও, পরিস্থিতি এবার পাল্টে যেতে পারে বলে জানান তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামীতে আওয়ামী লীগ সরকারের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও দক্ষ ভূমিকা রাখতে পারবেন-এমন নেতৃত্বই কমিটিতে আসা উচিত।২০১৪ সালের ২৫ অক্টোবরের সবশেষ সম্মেলনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি হন এএইচএম খায়রুজ্জামান লিটন আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক হন ডাবলু সরকার।