তিন মার্কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দলনেতা দেলোয়ার হোসেনসহ ৫ সদস্যকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলীতে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে তিন মার্কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দলনেতা দেলোয়ার হোসেনসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে রেব।ডাকাতির কাজে ব্যবহৃত বিদেশি পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ৬ নভেম্বর রাতে বগুড়া জেলার গাবতলী থানার দূর্গাহাটা বাজারে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকে করে এসে তিনটি মার্কেটের তালা কেটে ৯টি দোকানে ডাকাতি করে। লুট করে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,সংঘবদ্ধ দলটি ট্রাকে করে বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করে থাকে। এর আগে তারা ঢাকা, মানিকগঞ্জ, কালামপুর, বগুড়া, টাঙ্গাইল, সিংগাইর এবং সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে ডাকাতি করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানায় রেব।