তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলংকার জয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে শ্রীলংকা। শ্বাসরুদ্ধকর ম্যাচে অজিদের ৪ উইকেটে হারিয়ে ওয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা পেল লংকানরা।
পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়র্নার ও স্টিভেন স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩৯ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। এছাড়া, স্মিথ ৩৭ এবং স্টনিসের ব্যাট থেকে আসে ৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। তবে, দ্বিতীয় উইকেটে ৪২ রান এলে ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষের দিকে অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় লংকানরা। ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা লংকান অধিনায়ক দাসুন শানাকা।