তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের। প্রথম ম্যাচে দুই ওপেনারের ব্যার্থতা ভুগিয়েছে ইংল্যান্ডকে। রান পাইনি মিডল ওর্ডার ব্যাটাররাও। সর্বোচ্চ ৩৬ রান এসেছিল ময়িন আলীর ব্যাট থেকে। তাই এ ম্যাচে জয়ে পেতে ব্যাটারদের উপর-ই ভরসা ইংল্যান্ডের। এদিকে প্রথম ম্যাচে দারুন জয়ে ফুরফুরে ভারত শিবির। ব্যাটে-বলে দুই বিভাগেই উজ্জল ছিল রোহিত শার্মার দল। এ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারীরা।