তিস্তায় ভেসে আসা মরদেহ ভারতের সাবেক শিক্ষামন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৬৭০ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামে তিস্তা নদীর চর থেকে ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানান আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি বালুচরে আটকা পড়েছিল। পরে পুলিশ মরদেহের পরিচয় জানতে দেশের বিভিন্ন থানার পাশাপাশি ভারতের কাছেও বার্তা পাঠায়। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, মরদেহটি সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রাম চন্দ্র পৌডিয়ালের। ওসি বলেন, পরিবারের স্বজনরা হাতে থাকা ঘড়ি ও শারীরিক গঠন দেখে পরিচয় নিশ্চিত করে। পরে রাতে আদিতমারী থেকে পুলিশ মরদেহ নিয়ে বুড়িমারী যায়। মরদেহ হস্তান্তরের সময় ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তাসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।