তিস্তার পানি চুক্তি নিয়ে সরকার জনগণের মাঝে ধুম্রজাল তৈরি করেছে : ড. খন্দকার মোশাররফ
- আপডেট সময় : ০৮:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ভারতের সাথে তিস্তার পানি চুক্তি নিয়ে সরকার জনগণের মাঝে ধুম্রজাল তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তৃতীয় ধাপের করোনা প্রস্তুতির অবহেলার সমালোচনা করে বিদেশী অতিথি আগমণের নামে সভা সমাবেশ বন্ধের প্রতিবাদ জানান তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, করোনা ভ্যাকসিন অকার্যকর।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদসহ বেশ কয়েকজন নেতার সুস্থতায় মঙ্গলবার সকালে ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়ার আয়োজন।
এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভ্যাকসিন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন। বিদেশি অতিথিদের আগমনকে কেন্দ্র করে তাদেরকে স্বাগত জানিয়ে, সামাজিক ও রাজনৈতিক সব অনুষ্ঠান বন্ধের সমালোচনা করেন তিনি। পাশাপাশি তিস্তা চুক্তি নিয়েও কথা বলেন খন্দকার মোশাররফ।
করোনার তৃতীয় ধাপ মোকাবিলায় সরকার উদাসীন বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।