তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
- আপডেট সময় : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৭৩১ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজানের ঢলে হু-হু করে তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে প্রায় আড়াই লাখ মানুষ এখন পানিবন্দি। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাবার সংকট।
লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে দুই নদী তীরবর্তী নিম্নাঞ্চল দ্রুত প্লাবিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ও ধরলার পানি শিমুল বাড়ি পয়েন্টে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি দুই নদীপাড়ের লক্ষাধিক মানুষ।
কুড়িগ্রামে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ৩টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে পাট, মৌসুমি শাকসবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, নদ নদীর বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পানিবন্দি লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে খাদ সংকট।
নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এতে পানিবন্দি প্রায় ৪০ হাজার মানুষ। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, শুক্রবার উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।