তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের জনজীবন

- আপডেট সময় : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের জনজীবন। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রাজধানীতে চরম দুর্ভোগে পড়েন নিম্নবৃত্তের মানুষ। হাসপাতালগুলোতে ডায়রিয়াসহ ভাইরাসজনিত রোগে আক্রান্তদের ভর্তির সংখ্যা বাড়ছে। আবহাওয়া অফিস বলেছে, চলমান শৈত্য প্রবাহের সঙ্গে ঘন কুয়াশা ও ঠাল্ডা অব্যাহত থাকবে আজ বিকেল পর্যন্ত।
তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সূর্য না ওঠায় আর কুয়াশার ভেতর কনকনে হাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশি। দায়িত্বের কারণে যাদের বের হতে হয়েছে তারাও বেশ ভালোভাবেই গরম কাপড় পরেছেন। আবহাওয়া অফিস জানায়, ঘন কুয়াশার কারণে জনজীবনে বিরুপ প্রভাব পড়েছে। তবে সোমবার বিকেল থেকে রোদের দেখা মিলতে পারে।
ঢাকার মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-আইসিডিডিআরবিতে প্রতিদিন পাঁচ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশুদের সংখ্যা ৮০ শতাংশ। অনেকের অবস্থাই সংকটাপন্ন বলে জানালেন চিকিৎসক। নিয়ম না মেনে এক কাপে বা এক গ্লাসে পুরো স্যালাইন খাওয়ানোর ফলে শিশুদের ক্ষতি হচ্ছে বেশি বলেও জানান ড. আজহারুল ইসলাম।