তীব্র যানজটের কারণে গাইবান্ধা শহরবাসীর জীবনযাত্রা বিপর্যস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
তীব্র যানজটের কারণে গাইবান্ধা শহরবাসীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল থেকে রাত পর্যন্ত শহরে প্রবেশ ও বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ডিবি রোডের যানজটে নাগরিক জীবন অতিষ্ট হয়ে পড়েছে। তাই যানজট পরিস্থিতি থেকে উত্তরণে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি শহরবাসীর। শহরের সঙ্গে যোগাযোগের জন্য কোনও বাইপাস সড়ক না থাকায় এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠা শহর এখন পরিণত হয়েছে যানজটের শহরে। শহরের মাঝখান দিয়ে যাওয়া একটি মাত্র সংকীর্ন রোড দিয়েই প্রতিদিন চলছে রিক্সা-ভ্যান, অটো বাইক, সিএনজি, বাস ও ট্রাকসহ নানা ধরণের হাজারো যানবাহন। এমন অবস্থায় বাইপাস সড়কের দাবী স্থানীয়দের।