তীব্র যানজটে নাকাল হলেও ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী
- আপডেট সময় : ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
তীব্র যানজটে নাকাল হলেও রাজধানীবাসীর ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। হোক রাস্তার ধারের দোকান অথবা শপিংমলের দোকান। সব দোকানেই মিলছে ক্রেতাদের সমাগম। কিন্তু পোশাকের দাম নিয়ে অস্বস্তিতে ভুগছে ক্রেতারা। তবে, দোকান মালিকরা দোহাই দিচ্ছেন আন্তজার্তিক বাজারের।
ঈদ মানেই আনন্দ। ঈদ মানে নতুন জামা কাপড় পড়া। এ যেন বাঙ্গালীর ঐতিহ্য। আর এই ঐতিহ্যকেই সামনে রেখে পোশাকের দোকান গুলোতে মানুষের উপচে পড়া ভিড়।
তপ্ত রোদে অতিষ্ঠ হলেও মানুষের মাঝে নেই কোন ক্লান্তি।কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। কিন্তু ক্রেতাদের পছন্দে রয়েছে এবার ভিন্নতা। গরমের জন্য কটন ও সুতির পোষাকেই পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। তবে পোশাকে দাম নিয়ে অস্বস্তির কথা জানান ক্রোতারা।
নগরীর ফুটপাত আর ছোট ছোট শোরুমের চিত্র একই। কিন্তু দামের জায়গায় রয়েছে কিছুটা ভিন্নতা।
ফ্রগ, থ্রি পিছ, শাড়ি, পাঞ্জাবি এবং জুতার দোকান গুলোতেও এবার ভিন্নতার দেখা যায় কালেকশনে।
করোনায় গেল দু বছরের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে পোশাকের দাম কিছুটা বেড়েছে বলে জানান দোকান মালিকরা।
ঈদের সপ্তাহ খানেক আগে দোকানে ক্রেতাদের আরও উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।