তীব্র শীতে ফরিদপুরে নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশুরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
তীব্র শীতে ফরিদপুরে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। কয়েকদিনে হাসপাতালগুলোতে বেড়েছে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশী রোগী । শীত মৌসুমে শিশুদের প্রতি অধিক যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ডিসেম্বরের শেষ দিকে হঠাৎ করে ঠান্ডা পড়ায় সবচেয়ে বেশি অসুস্থ্য হয়ে পড়েছে শিশুরা। জ্বর,ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা । ফলে প্রতিদিন ফরিদপুরের বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে ভিড় করছে মানুষ।
হঠাৎ করে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অল্প সময়ে রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। তাই শিশুদের প্রতি অধিক যত্নশীল হতে বললেন এই শিশু বিশেষজ্ঞ।