তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয়, ভূমিকম্পে প্রাণহানি সাড়ে ৪ হাজার
- আপডেট সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩’শ ছাড়িয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। এদিকে, ভূমিকম্পে দেশ দুটিতে প্রাণহানির সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়ে যাওয়া শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…ডব্লিউএইচও। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে শোকাহত করেছে। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠন তুরস্কের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। সারি সারি মরদেহের মাঝে প্রিয় স্বজনদের খুঁজে বেড়াচ্ছে আপনজনরা। ধ্বংসস্তূপের নিচে আটকা অসংখ্য মানুষ বাঁচার জন্য আর্তচিৎকার করছে। কিন্তু, তাদের জীবিত উদ্ধার করা কঠিন হয়ে পড়ছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা, তুষারঝড় ও বৃষ্টি উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে। উদ্ধারকারীরা সময়মতো তাঁদের কাছে পৌঁছাতে না পারায় মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
ঘরবাড়ি হারিয়ে তীব্র ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কেটেছে হাজারও মানুষের। আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছে ৩ লাখ ৩৮ হাজার। তাদের জন্য কম্বল, খাবার ও জরুরি ত্রান পৌঁছে দেয়া হচ্ছে।
তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সর্বশক্তি দিয়ে উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন তিনি।
উদ্ধারকাজে অংশ নিতে ইস্তাম্বুল এয়ারপোর্টে হুমড়ি খেয়ে পড়েছে স্বেচ্ছাসেবীরা। শুধু ব্যাকপ্যাক আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই হাজার হাজার মানুষ টার্মিনালে ঢোকার চেষ্টা করছেন। দুর্যোগ কবলিত দুই দেশে উদ্ধারকাজে সহায়তায় বিশেষ টিম পাঠিয়েছে বিভিন্ন রাষ্ট্র।
ইউরোপিয়ান ইউনিয়নের ১৩টি দেশ থেকে তুরস্ক ও সিরিয়ায় জরুরি ত্রাণ নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা। তাছাড়া, ন্যাটো সদস্য তুরস্কের সহায়তায় পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের দল নিয়ে রওনা দিয়েছে মার্কিন ফায়ার ব্রিগেডের একটি টিম।