তৃণমুলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আওয়ামী লীগের জন্ম
- আপডেট সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৩ বার পড়া হয়েছে
তৃণমুলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আওয়ামী লীগের জন্ম, জাতির পিতার নীতিমালা অনুসরন করেই সে দল জনগনের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হাতে ধরা এ সংগঠনকে কেউ কোনদিন মুছে ফেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি৷ ত্যাগের মানসিকতা নিয়ে প্রতিটি নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি। সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিন বছর ২ মাস পরে অনুষ্ঠিত হল উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন। সারাদেশ থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর ও ১৫ হাজার ডেলিগেট ও নেতাকর্মীতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ। বেলা তিনটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দেন। জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে উদ্বোধন করেন সম্মেলনের প্রথম অধিবেশনের।
আওয়ামী লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দেশাত্ববোধক গান আর নাচে উঠে আসে ব্রিটিশ শাসনামল থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ, আর আওয়ামী লীগের প্রতিটি অর্জন। আওয়ামী লীগ সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় বসে থেকে নয় গ্রাম বাংলার বঞ্চিত মানুষের অধিকার অর্জনের জন্যই আওয়ামী লীগের জন্ম।
প্রধানমন্ত্রী বলেন, মাত্র এক দশকে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। উন্নয়ন ধরে রেখে আরো বহুদুর এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বলেন, ত্যাগের মানসিকতা নিয়েই নেতাকর্মীদের কাজ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, তৃণমুল কে আরো শক্তিশালী করেই এগিয়ে যাবে দল। উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে ভুমিকা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।