বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তৃণমূল বিএনপি
- আপডেট সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তৃণমূল বিএনপি। সিইসিসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী। তবে দিনের ভোট রাতে হবে এমন নির্বাচন চায় না দলটি বলে জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনে মতবিনিময়সভা শেষে এসব কথা বলেন তিনি। এসময় ইসি সচিব বলেন, আগামী নির্বাচনে যেসব দল অংশ নিবেন তাদের লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি ও অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষম নির্বাচন কমিশন।
চলতি বছরের ফেব্রুয়ারীতে নিবন্ধন পায় বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি। নাজমুল হুদা মৃত্যুর পর দলটির দায়িত্বভার গ্রহণ করেন বিএনপি থেকে পদত্যাগ করা আরেক নেতা শমসের মুবিন চৌধুরী। তিনিই এখন দলটির চেয়ারপার্সন।
প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন ১৮ সদস্যদের প্রতিনিধিদল।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে ছিলেন অন্য কমিশনার, সচিবসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা।
সবার অংশ গ্রহনে একটি অবাধ, সুষ্ঠূ ও গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন, ভোট কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা বাহিনীকে শতভাগ ইসির নিয়ন্ত্রণে রাখাসহ ১২ টি সুপারিশ জানিয়েছে তৃনমৃল বিএনপি।
বৈঠক শেষে শমসের মুবিন চৌধুরী বলেন, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী নিরেপক্ষ থাকলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি বলেন, জনগনের ওপর ভরসা করেই আগামী নির্বাচনে অংশ নিতে চায় তৃনমুল বিএনপি।
দেশের রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের বিকল্প নেই বলেও জানান শমসের মুবিন চৌধুরী।
পরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, যারা ভোটে অংশ নেবেন, তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন।
আইনে কমিশনের যে ক্ষমতা দেয়া হয়েছে, তার প্রয়োগেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন মো. জাহাংগীর আলম।