তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে আইরিশদের ১ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো কিউই-রা।
ডাবলিনে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন এ্যলেন। উদ্বোধনী জুটিতে আসে ৭৮ রান। ৩৩ করে ফিল এ্যলেন ফিরে গেলেও ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম শতক তুলে নেন গাপটিল। অধিনায়ক টম ল্যাথাম করেন ৩০। এছাড়া গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৪৭ রান। শেষ দিকে হেনরি নিকোলাসের ৫৪ বলে ৭৯ রানে ঝড়ো ইনিংসে ভর করে ৩৬০ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে পল স্টারলিং ও হ্যারি টেক্টরের দুর্দান্ত শতকে জয়ের আশা জাগিয়ে তুলে আয়ারল্যান্ড। তবে, শেষ ওভারে ১১ রানের সমীকরন মেলাতে পারেনি তারা। ৬ বলে ৯ রান তোলে আইরিশ ব্যাটাররা। ১ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।