তৃতীয় টি-টুয়েন্টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রোভম্যান পাওয়েলের সেঞ্চুরিতে তৃতীয় টি-টুয়েন্টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবিয়রা।
ব্রিজ টাউনে স্বাগতিকদের দেয়া ২২৫ রানের লক্ষ্যে খেলতে ৯ উইকেটে ২০৪ রান তোলে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২২৪ রানের বিশাল সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ৫৩ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংসে খেলেন পাওয়েল। ৭০ রান আসে নিকোলাস পুরানের ব্যাট থেকে। জবাবে জেসন রয়, মঈন আলীরা দ্রুত আউট হলে চাপে পড়ে ইংল্যান্ড। পরের টম ব্যান্টন ও ফিল সল্টের ব্যাট ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি ইংল্যান্ড। ৭৩ করেন ব্যান্টন। ৫৭ রান আসে সল্টের উইলো থেকে। রোববার সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।