তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ইরানে গেলো সপ্তাহের বিক্ষোভে ১০৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ইরানে গেলো সপ্তাহের বিক্ষোভে ১০৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটি দাবি করেছে, বিক্ষোভকারীদের দমাতে ছাদ ও হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভে দমাতে বেশি শক্তিপ্রয়োগ করেছে। গোয়েন্দা ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেনি। তবে ইরানের তরফ থেকে বিক্ষোভের সময় ১২ জন নিহত হয়েছে বলে জানানো হয়। এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে ইরান সরকার। এদিকে, বিক্ষোভকারীদের ওপর হামলা বন্ধ করতে ও ইন্টারনেট সেবা পুনারায় চালু করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ।