ত্রাণ নিয়ে ফটোসেশন না করায় চেয়ারম্যানের চড়-থাপ্পড়
- আপডেট সময় : ০৬:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস সরকারি ত্রাণ নিতে যাওয়া বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা ফটোসেশনে চোখ না রাখায় তাদের চড়-থাপ্পড় দিয়ে ক্যামেরামুখি করে ত্রাণ বিতরণের অভিযোগ পাওয়া গেছে ।
শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকার অসহায়দের মাঝে সরকারী বিতরণ করছিলেন চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস। এ সময় তিনি ত্রাণের ব্যাগ হাতে তুলে দেয়ার সঙ্গে-সঙ্গে সামনে থাকা ক্যামেরাম্যানের দিকে তাকাতে বলেন। এর মধ্যে কেউ কেউ বিষয়টি বুঝতে না পারায় তিনি কয়েকজনকে গালে থাপ্পড় দিয়ে ক্যামেরামুখী করে তারপর ত্রাণ দেন। এক নারীকে পেছন দিক থেকে শাড়ির আঁচল টেনে ধরেছেন। ঠিকমতো ফটোসেশনে অংশ নিতে না পারাই ত্রাণ নিতে যাওয়াদের অপরাধ। শনিবার ফেসবুকে ভাইরাল হওয়া মিনিট তিনেকের একটি ভিডিও ক্লিপে ছবি তোলার জন্য ওই চেয়ারম্যানের এসব কাণ্ড দেখা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ মানুষজন চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাসের প্রতি ধিক্কার জানিয়ে তার শাস্তি দাবি করেন।